কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে মগবান ইউনিয়নে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গবাঘোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তাওহীদ আমিন। তিনি দুই শতাধিক নারী পুরুষ, শিশু, কিশোর ও শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও অনুরূপ সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা বড়ুয়া ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন।