কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় দরিদ্র জনগণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মগবান ইউনিয়নের গবাগনা আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় বসবাসকারী দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সোহেল।
১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও দরিদ্রদের মাঝে অনুরূপ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।