কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকা দিয়ে সিএনজি অটোরিক্সা ভর্তি চোলাই মদ পাচারকালে ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোলাই মদ ও সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন চন্দঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
তিনি বলেন, দেশীয় তৈরি মদ অটোরিক্সায় করে পাচার করছিলেন সিএনজি চালক মো. বেলাল হোসেন (৪২) এবং ইমরান হোসেন (২৮)। গোপন সুত্রে খবর পেয়ে চন্দ্রঘোনা থানার একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা করার পর আটক দুই মদ পাচারকারীকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।










