কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ স্থানীয় ওয়াগ্গাছড়া চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল বিতরণ করেছেন। কম্বল পেয়ে চা শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, শুধু চা শ্রমিক নয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সকল দরিদ্র জনগণের মাঝে কম্বল, সুয়েটার এবং শিশুদের জন্যও শীতের পোষাক বিতরণ করা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রকৃত দরিদ্রদের হাতে শীতের পোষাক তুলে দিতে পেরে তিনি নিজেও সন্তোষ প্রকাশ করেন।