কাপ্তাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গতকাল ২১ নভেম্বর ওয়াগ্গা ছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় ওয়াগ্গা মৌজা ৩–১ গোলে ভার্য্যাতলী মৌজাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে লিটন কুমার নাথ ২টি এবং ইমন হোসেন ১টি গোল করেন। ভার্য্যাতলী মৌজার পক্ষে একমাত্র গোলটি করেন সুমন চনচংগ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির উপ–অধিনায়ক মেজর লতিফুল বারী। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়নের সহকারী পরিচালক ক্যাপ্টেন মফিজুল ইসলাম। অতিথি ছিলেন ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াইঅং মারমা, চিৎমরম মৌজার হেডম্যান ক্যাওসিং মং মারমা, উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান বাবুল এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। খেলা পরিচালনা করেন ৪১ বিজিবির হাবিলদার মনিরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন সৈনিক মো. হাবিবুর রহমান এবং মো. মুরাদ হোসেন।