কাপ্তাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াগ্গাছড়া জোনের উপ–অধিনায়ক মেজর লতিফুল বারী, কাপ্তাই ব্যাটালিয়নের মেকিকেল অফিসার ক্যাপ্টেন ডা. সুষ্মিত শোভন দাশ, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ঝুলন দত্ত, হেডম্যান উবাথোয়াই চৌধুরী এবং হেডম্যান সানুচিং মারমা। উদ্বোধনী খেলায় ৩২২ নং নারনগিরি মৌজা এবং ৩২৬ নং পেকুয়া মৌজার খেলা গোল শূন্য ড্র হয়। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি লেঃ কর্নেল মো. আমীর হোসেন মোল্লা উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলা পরিচালনা করেন ৪১ বিজিবির হাবিলদার মনিরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন সৌনিক মো. হাবিবুর রহমান এবং মো. মুরাদ হোসেন। উদ্বোধনী দিনে নারানগিরি মৌজার মো. ইমন এবং পেকুয়া মৌজার পুসিমং মারমাকে সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। এই টুর্নামেন্টের অন্য দলগুলো হলো ওয়াগ্গা মৌজা, রাইখালী মৌজা, ভার্য্যাতলী মৌজা এবং চিৎমরম মৌজা।