কাপ্তাই উপজেলায় ক্রিকেট খেলার উন্নয়ন কল্পে উপজেলার কর্ণফুলী ডিগ্রী কলেজ মাঠে ক্রিকেট পিচ উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ক্রিকেট পিচ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) স্বরুপ মুহুরী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহীদ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘের সভাপতি মোঃ দিলদার হোসেন, কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক মোঃ জসিম উদ্দীন, মোঃ ইব্রাহিম, ইয়াকুব আলী, অভি সাহা এবং আব্দুল কাদের। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, শহীদ শামসুদ্দীন তিবরিজী স্মৃতি সংঘ এই ক্রিকেট পিচ তৈরি করে। এর ফলে যুব ও ছাত্র সমাজ ক্রিকেট খেলার প্রতি আগ্রহী হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিক শহীদ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘের ক্রীড়া উন্নয়নে আর্থিক সযোগিতা প্রদান করেন। এছাড়াও ক্রিকেট খেলার সুবিধার্থে তিনি স্টাম্প, ব্যাট, প্যাড, বল ইত্যাদি প্রদান করারও আশ্বাস দেন বলে জানা গেছে। মাঠে উপস্থিত কাপ্তাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন বলেন, শহীদ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘের উদ্যোগে সমপ্রতি একটি প্রীতি ফুটবল খেলার উয়োজন করা হয়েছিল।