দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাপ্তাই উপজেলায় গতকাল সারাদিন ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোট দিতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উপজেলার চন্দ্রঘোনা, চিৎমরম, রাইখালী, ওয়াগ্গা এবং কাপ্তাই ইউনিয়নের প্রায় প্রতিটি কেন্দ্র পরিদর্শন করে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা চোখে পড়েনি। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন আজাদীকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদিন পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর টহল ছিল। গোয়েন্দা বাহিনীর নজরদারিও ছিল সার্বক্ষণিক। নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার দুপুর ১টার সময় বরইছড়ি কেন্দ্র, শীলছড়ি কেন্দ্র এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।