কাপ্তাইয়ে অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন, জরিমানা

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ইটভাটা বন্ধ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম ভালুকিয়া এলাকায় একটি ইটভাটা চালানো হচ্ছে এমন খবরে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন চন্দ্রঘোনা থানার পুলিশ ফোর্স সাথে নিয়ে ঐ ইট ভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটা কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় এবং আদালতের নিষেধাজ্ঞার আলোকে তাৎক্ষণিক ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয় এবং নগদ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ইটভাটা বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল সাইন বোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, ইটভাটা চালানোর জন্য যেসব বৈধ কাগজ এবং কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন তার কিছুই ঐ ইট ভাটা কর্তৃপক্ষের কাছে ছিল না। তাছাড়া ইট ভাটার উপর মাহামান্য আদালতের নিষেধাজ্ঞা ছিল। পরে তাৎক্ষণিক ইট ভাটা বন্ধ ঘোষণা করে উপস্থিত ভাটার ম্যানেজারকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যানেজার জরিমানার টাকা পরিশোধ এবং ভবিষ্যতে অবৈধভাবে ইটভাটা না চালানোর অঙ্গিকার করেন।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি কাড়ছে রঙিন ফুলকপি
পরবর্তী নিবন্ধমায়ের সঙ্গে তর্ক, থামাতে গিয়ে ছেলেকে খুন করল বাবা