কাপ্তাইয়ের নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে অবস্থিত নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৫ ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। নারানগিরি স্কুলের ক্রীড়া শিক্ষক বিপুল বড়ুয়ার তত্ত্বাবধানে এবারের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা ৪টি হাউজে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। হাউজগুলো হলো হাসনা হেনা হাউজ, গোলাপ হাউজ, রায় সাহেব হাউজ এবং শাপলা হাউজ। উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি হাউজ পরিদর্শন করেন এবং রায় সাহেব হাউজকে সেরা হাউজ বলে ঘোষণা দেন। পরে তিনি বিভিন্ন খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক সুরেশ তনচংগ্যা এবং শিক্ষক শুক্লা দাশ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় রাফি স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপ্রাণহরি আমীন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা