কাপ্তাই উপজেলায় অবস্থিত চিৎমরম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী উৎসব ও আনন্দ মুখর পরিবেশে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসিুইপ্রু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশ্যাল চাকমা এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ক্যাচিং প্রু মারমা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাতালিকায় শীর্ষে থাকা শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। এসময় চিৎমরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, রুনু বড়ুয়া, মোঃ নুরুন্নবী, রুবি বড়ুয়া, রিয়াজুল আলম এবং সুইওয়াচিং মারমা। সুন্দর ও সুশৃঙ্খল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করায় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।