কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল সোমবার কলেজ অডিটোরিয়ামে তিনটি সেশনের মাধ্যমে সম্পন্ন হয়। উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে ১ম সেশনে কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি সদস্য ও কঙবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক শফি উল্লাহ, ২য় সেশনে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও সেভরণ ক্লিনিক্যালি প্রাঃ লিঃ চকরিয়া শাখার সুপারভাইজিং ডাইরেক্টর ডা. মোহাম্মদ সারোয়ার আলম ও ৩য় সেশনে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও প্রাইম ব্যাংক পিএলসি আগ্রাবাদ শাখার সিনিয়র রিলেশনশীপ ম্যানেজার আনিস উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান মনস্ক এবং সঠিক নৈতিক অনুশীলনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য গভীর অভিনিবেশ সহযোগে নিয়মিত পড়াশুনায় ব্রতী হওয়ার আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরী, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি হাসনা হেনা চৌধুরী, মোহাম্মদ জুলহাস উদ্দিন, এনামুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল ও ভর্তি কমিটির আহ্বায়ক সমীরণ কুমার শীল তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।