কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নগরীর কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ গতকাল বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের বাচ্চুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাসমত আরা বেগমের সঞ্চালানায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কোতোয়ালী থানা সহকারি শিক্ষা অফিসার লিপি রানী গোপ, অভিভাবক কমিটির সভাপতি আমিনুল হক রমজু। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন আকতার। বক্তব্য দেন, শামীম আরা বেগম, কায়সার আহমদ, এসএম দেলোয়ার, শিল্পী বড়ুয়া, নার্গিস সুলতানা, কাজী রুমান্না, রোকেয়া বেগম, লুৎফুন্নাহার, ফাল্গুনি তালুকদার। উপস্থিত ছিলেন জয়নব বেগম, নাসরিন আকতার, মিশকাত সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের প্রকৃত বন্ধু কে, চীনা রাষ্ট্রদূতের প্রশ্ন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত