কাপাসগোলা থেকে ‘কিশোর গ্যাং লিডার’ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর কাপাসগোলা এলাকা থেকে অন্তু বড়ুয়া (২৮) নামে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রাইসুল বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তু চকবাজার বড়ুয়া পাড়ার বাসিন্দা দীপক বড়ুয়ার ছেলে। চকবাজার থানার ওসি রুহুল আমীন বলেন, অন্তু বড়ুয়া চকবাজারসহ শপাশের এলাকার কমপক্ষে ৫-৬টি কিশোর অপরাধী গ্রুপের নেতৃত্ব দেয়। এসব কিশোর অপরাধীরা মারামারি, ছিনতাই, স্কুল-কলেজের ছাত্রীদের উত্যক্ত করা, অলিগলিতে শোডাউনসহ নানান অপরাধে জড়িত। তার বিরুদ্ধে চকবাজার ও পাঁচলাইশ থানায় ছয়টি মামলা আছে। চকবাজার থানার দুই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধদুধের দাম বাড়াতে আন্দোলনে খামারিরা
পরবর্তী নিবন্ধহাটহাজারীর দুই ওয়ার্ডে উপ-নির্বাচন আজ