কাপাসগোলা ইপিআই জোনের সান্ধ্যকালীন সেশন

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

কাপাসগোলা ইপিআই জোনের উদ্যোগে ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের সহযোগিতায় বাদ পড়া ও ঝরে পড়া শিশু ও মহিলাদের জন্য বিনামূল্যে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মজীবী মহিলাদের ২ বছরের নিচে বাদ পড়া ও ঝরে পড়া শিশুদের জন্য ২৭ ও ২৮ এপ্রিল ভালিকা উলেন মিলের মোড়, মাইজপাড়া, হিলভিউ, বার্মা কলোনী, শেরশাহ, জালালাবাদ টাওয়ারের গোড়া, ষোলশহর স্টেশন, রেলওয়ে বস্তি, মুক্তিযোদ্ধা কলোনী, খুলশী কলোনীতে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী ও ইপিআই টেকনিশিয়ান মৃণাল দাশের তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ শাহজাহান, জয়ন্তী দাশ, ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিন, সার্ভিস প্রমোটর ডা. বরুণ কুমার আচার্য, ফিল্ড অফিসার রূপনা রানী আচার্য়, প্যারামেটিক ফারজানা আকতার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত বিভেদ নয়, ঐক্যের স্বপ্ন দেখে : শামসুজ্জামান হেলালী
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে অধ্যাপক নছরুল কদিরের যোগ দান