নগরের পাঁচলাইশ থানাধীন কাপাসগোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন। মঙলবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে নবাব হোটেলের পাশে এক ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে। প্রদীপ ঘোষ বাবলা (৫২) নামের ওই ব্যক্তি একই এলাকার মৃত সাধন চন্দ্র ঘোষের ছেলে।
বাবলার ছোট ভাই শৈবাল ঘোষ বলেন, স্ত্রী অভিমান করে বোনের বাসায় চলে যায় একদিন আগে। বড় ভাই বাসায় অনেক সময় দরজা বন্ধ করে ঘুমের ওষুধ খাওয়ার পর টানা ৬-৭ ঘন্টা ঘুমান। ওইদিনও ঘুমাচ্ছেন মনে করে কেউ ডাকাডাকি করেনি। পরে রাতে বাসায় আসার পর দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।-বাংলানিউজ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ জানান, রাত ১টার দিকে বাবলাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।