কান উৎসবে এবার পেখম খুলল আফ্রিকা

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরটি আফ্রিকার সিনেমার জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবারের আসরে এই মহাদেশের এত বেশি সিনেমা ও নির্মাতারা রয়েছে, যা আগে কখনোই হয়নি। সিএনএন লিখেছে, তিউনিসিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো, সুদান ও ক্যামেরুনের মতো দেশের সিনেমা প্রদর্শনের পাশাপাশি মালির চলচ্চিত্র নির্মাতা ও লেখক সুলেইমানে সিসের মতো ব্যক্তিত্বকে স্বীকৃতি জানানো হয়েছে এবারের উৎসবে। বুধবার সুইলেইমানে সিসেকে চলচ্চিত্রে অবদানের জন্য বছরের কারোসে দ’অর পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। বছরের কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’অরের জন্য যে সিনেমাগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে একটি ফরাসিসেনেগালি পরিচালক রামাতাতোলায়ে সি নির্মিত ‘বানেল অ্যান্ড আদামা’। খবর বিডিনিউজের।

এটা রামাতাতোলায়ের প্রথম চলচ্চিত্র। গত শনিবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রথম প্রদর্শন করা হয় ‘বানেল অ্যান্ড আদামা’ এবং সিনেমাটি একটি সারপ্রাইজ হিসেবে পাম দ’অরের জন্য নির্বাচিত হয়েছে।

রামাতাতোলায়ে সি কান আসরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার কাছে, আফ্রিকার গল্প বলা অনেক বেশি গুরুত্ব রাখে, কারণ এই মহাদেশকে এখনকার তুলনায় আরও বেশি দেখা ও স্বীকৃতি দেওয়া উচিৎ, আরও বেশি সার্বজনীন ও ভিন্নধর্মী গল্পের মাধ্যমেশুধু মহাদেশটি কত গরিব, কতটা যুদ্ধবিধ্বস্ত, সন্ত্রাস কবলিতসেগুলো বলে নয়। তিনি বলেন, কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরেতে নিজের সিনেমার প্রিমিয়ার যেন একটি স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার মতো ঘটনা।

পূর্ববর্তী নিবন্ধকবি কাজী নজরুল ইসলামের নবযুগ
পরবর্তী নিবন্ধ‘উস্তাদ জামশেদ’ হয়ে আসছেন নাসির