কান উৎসবের বিচারকমণ্ডলীতে দিপীকা

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান-এর এবারের প্রতিযোগিতায় বিচারকদের নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার তারকা ফরাসি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন। খবর বিডিনিউজের।

মঙ্গলবার সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে বিচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়। এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পেলেন। নয় সদস্যের বিচারকমণ্ডলীতে চারজন নারী এবং সভাপতিসহ পাঁচজন পুরুষ সদস্য রয়েছেন।

এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের ২১ চলচ্চিত্র থেকে সেরা সিনেমাকে স্বর্ণপামের জন্য বেছে নেবেন তারা।

পূর্ববর্তী নিবন্ধনোলকের কণ্ঠে ‘সন্ধ্যাবাতি’
পরবর্তী নিবন্ধঈদে ২ ডজন নাটক