কান্না জড়ানো কণ্ঠে ববিতা বললেন মানতে পারছি না

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘গোলাপী এখন ট্রেনে’সহ বহু সিনেমা ‘হিট’ করেছিলেন দেশের চলচ্চিত্র জগতের সাড়া তোলা দুই অভিনয়শিল্পী আকবর হোসেন পাঠান ফারুক ও ফরিদা আক্তার ববিতা। ফারুকের মৃত্যুর খবরে ববিতা জানালেন, এই নায়কের প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। ফারুকের মৃত্যুর খবর আসার পর তাকে নিয়ে গ্লিটজের সঙ্গে কথা বলতে বলতেই কেঁদে ফেলেন ববিতা। পরে কিছুটা সামলে নিয়ে কান্নাভেজা কণ্ঠে স্মৃতির ঝাঁপি মেলে ধরেন। খবর বিডিনিউজের।

১৯৭৩ সালে নির্মাতা খান আতাউর রহমানের মুক্তিযুদ্ধের সিনেমা ‘আবার তোরা মানুষ হ’তে অনেকের সঙ্গে ফারুক ও ববিতা অভিনয় করেছিলেন। কিন্তু এই দুজন প্রথম জুটি হয়ে আসেন মুক্তিযুদ্ধের আরেকটি সিনেমা ‘আলোর মিছিল’ এ। যেখানে ববিতার নায়ক হয়ে ছোট ছোট দৃশ্যে হাজির হয়েছিলেন ফারুক।

ববিতা বলেন, ফারুক ভাইয়ের সাথে তো অসংখ্য সিনেমায় অভিনয় করেছি। তবে উনার সাথে প্রথম যে সিনেমায় জুটি বেঁধে অভিনয় করি, সেটি হলো ‘আলোর মিছিল’। এটি দেশ স্বাধীনের পর পর করেছিলাম।

পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। বেশ কিছু সিনেমার নাম স্মরণ করে ববিতা জানিয়েছেন, তারা একে অন্যকে নিজেদের সিনেমার জন্য নির্বাচন করতেন।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যকে দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধজবাব দিতে ৭ সপ্তাহ সময় নিলেন শাকিব খান