সভ্যতা তুমি, চলেই চলেছ
দু’দণ্ড নেই থেমে
অনেক যাত্রী চড়েছে এখানে
অনেকেই গেছে নেমে।
সভ্যতা কয়, ফেরাও আমায়
আগে যেখানে ছিল।
আমার হাতে কেন শৃঙ্খল
কাহারা পরিয়ে দিল?
ফিরিয়ে নাও এই কালের চাকা
ফিরিয়ে নাও এই ভূবন ঢাকা
ফিরিয়ে দাও মোর বন-বনানী
সুখে থাকুক সকল বৃক্ষ এবং সকল প্রাণী।
কেড়ে নিও না স্নিগ্ধ বায়ু
নিও না মোদের দীর্ঘ আয়ু,
শুনছো কি তুমি
আমার রোদন?
উঠুক জাগি
শুভ বোধন।