কানে ব্লুটুথ, বাইরে থেকে উত্তর বলে দিচ্ছিল স্বামী

পটিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৮ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নকল করায় আসমা বিনতে মরিয়ম নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত মরিয়ম খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, গতকাল ছিলো এসএসসি পরীক্ষার ৩য় দিন। এদিন ইংরেজি ১ম পত্রের পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে বাইরের ব্যক্তির সহযোাগিতায় প্রশ্নপত্রের উত্তর খাতায় লিখছিল। এ সময় কক্ষ পরিদর্শক শিক্ষক সুচরিতা দত্ত হলে গুণগুণ শব্দ শুনতে পায়। পরে শিক্ষকের সন্দেহ হলে পরীক্ষার্থী মরিয়মের শরীর তল্লাশী করে। তার কানে লাগানো অত্যাধুনিক ব্লুটুথ হেডফোনের সন্ধান পাওয়া পায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে ব্লুটুথের মাধ্যমে অপর প্রান্ত থেকে তার স্বামীর সহযোগিতায় খাতায় উত্তরপত্র লিখার কথা স্বীকার করে সে।
জানতে চাইলে পরীক্ষা কেন্দ্রের সচিব মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষা শুরুর ২০ মিনিট পরই ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায় মামলার রায় আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে : খসরু