আনোয়ারার ওষখাইনে সৈয়দ আলী রজা প্রকাশ কানু শাহ (রহ.)’র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রজায়ী যুব তরিক্বত কমিটির ব্যবস্থাপনায় সেমিনারে সভাপতিত্ব করবেন, সৈয়দ খোরশেদ উল্লাহ রজায়ী। । প্রেস বিজ্ঞপ্তি।