কানুশাহ (রহ.) রচিত মরমী ও আধ্যাত্মিক সঙ্গীত সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে

চন্দনাইশে ওরশ মাহফিলে বক্তারা

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

শাহসূফি আলী রজা প্রকাশ কানু শাহ’র (রহ.) বার্ষিক ওরশ ও ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল চন্দনাইশ রাউলিবাগ বরমা নাজিম সওদাগর বাড়িতে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। মুহাম্মদ নাজিম উদ্দীন সওদাগরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রজায়ী যুব তরিকত কমিটির চেয়ারম্যান ও রজায়ী দরবার শরীফের পীরজাদা খোরশেদ উল্লাহ রজায়ী (.জি.)। তিনি বলেন, হযরত শাহসূফি আলী রজা প্রকাশ কানু শাহ (রহ.) রচিত অসংখ্য মরমী গান ও আধ্যাত্মিক সঙ্গীত বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তিনি একাধারে সূফি সাধক, অন্যদিকে মরমী গীতিকার। তাঁর মতো সব্যসাচী বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব বর্তমানে বিরল। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, আল্লামা আবুল কাশেম নুরী, অধ্যাপক আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী। মাহফিল উদ্বোধন করেন মাওলানা কামরুদ্দিন নুরী। মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু ইউসুফ নুর, মাওলানা নাজিমুদ্দিন আনছারী, শাহজাদা মাওলানা ইমাম উদ্দীন রজায়ী, শাহজাদা নাঈম উদ্দিন রজায়ী, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, মুহাম্মদ হোসাইন, ফজলুল করিম, আবুল বাসার প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরজাদা শাহসূফি মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (মু,জি,)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপাহাড়ে চাষাবাদে আশা জাগাচ্ছে আর্টেশিয়ান কূপ