কানাডা সরকার কোনো পর্যবেক্ষক পাঠায়নি : হাই কমিশন

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করে কানাডার আইনপ্রণেতা যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ঢাকায় দেশটির হাই কমিশন। গতকাল সোমবার হাই কমিশনের এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক প্রেরণ করেনি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাদের প্রদত্ত মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই। খবর বিডিনিউজের।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়; ওই নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি দেড় শতাধিক বিদেশিকে অনুমোদন দেয় নির্বাচন কমিশন। তাদের মধ্যে সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে পর্যবেক্ষণ করতে আসাদের মধ্যে ছিলেন কানাডার দুই সংসদ সদস্য চন্দ্রকান্ত আরিয়া এবং ভিক্টর ওহ। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন এই দুজন। নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের প্রশংসা আলোচনার জন্ম দেয়।

পূর্ববর্তী নিবন্ধআবদুর রশীদ
পরবর্তী নিবন্ধবিদেশি পর্যবেক্ষকদের চোখে ‘ছানি’ পড়েছে : হিরো আলম