কানাডা যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার সুযোগ আদৌ নেই

ট্রুডোর পাল্টা জবাব

| বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানো এবং এ লক্ষ্য অর্জনে অর্থনৈতিক বল প্রয়োগ করতে পারেন বলে যে ইঙ্গিত দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাল্টা জবাব দিয়ে মঙ্গলবার এক্সে এক পোস্টে তিনি বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার সুযোগ আদৌ নেই। খবর বিডিনিউজের।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কের বিষয়টি তুলে ধরে ট্রুডো বলেছেন, দুই দেশ একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হওয়ার সুবাদে উভয় দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এবং কর্মীরা উপকৃত হচ্ছে।

সোমবার আইনপ্রণেতাদের চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে নতুন করে কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য করার প্রস্তাব দেন। ট্রাম্প লেখেন, কানাডার অনেক মানুষই তাদের দেশের যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়াকে স্বাগত জানাবে।

পূর্ববর্তী নিবন্ধজীবিতদের খোঁজে রাতভর তল্লাশি
পরবর্তী নিবন্ধপানামা খাল, গ্রিনল্যান্ড পেতে সামরিক শক্তি ব্যবহার করতে পারেন ট্রাম্প