ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার বাংলাদেশী বংশদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার পর বিদেশে থাকা আরও ফুটবলার দেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করছে। এর মধ্যে সামিত সোম অন্যতম। কানাডায় জন্ম নেওয়া এই ফুটবলার এরই মধ্যে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে অনেক কাজ সেরে ফেলেছেন। ইতোমধ্যে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করছেন তিনি। এর মধ্যে গতকাল কানাডার সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন এই মিডফিল্ডার। সামিতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ–সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন আমরা মনে করছিলাম ছাড়পত্র হয়তো আমরা সামনের সপ্তাহে পাব। সাধারণত দুই তিন সপ্তাহ লেগে যায়। হামজার বেলায় প্রায় এক মাস লেগেছিল। খুশির খবর যে আমরা সেটা গতকালই সকালেই আমরা পেয়েছি। মাত্র সাত–আটদিন লেগেছে।
ছাড়পত্র পাওয়ার পর সামিতকে এখন বাংলাদেশের পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এটি পেতে দুই–তিন দিনের মধ্যেই কানাডার বাংলাদেশি হাইকমিশনে গিয়ে সামিত আবেদন করতে পারেন বলে জানা গেছে। এরপর রয়েছে ফিফার অনুমোদন। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা আশা করছেন সহসাই সব ধরনের আ্নী প্রক্রিয়া সম্পন্ন করে সামিত বাংলাদেশ দলে যোগ দেবেন। হামজা চৌধুরী বাংলাদেশ দলের জার্সি পরে খেলার পর বিদেশে থাকা বাংলাদেশী ফুটবলাররা একে একে বাংলাদেশ দলে নাম লেখাতে চাচ্ছেন। এরই মধ্যে ইতালিতে বসবাস করা ফাহেমেদুল বাংলাদেশ দলের সাথে অনুশীলন করেছে সৌদি আরবে। যদিও তাকে দলে নেওয়া হয়নি। এখন তাকেও দলে নেওয়ার জন্য ডাকা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী বংশদ্ভুত ফুটবলার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা দেশের হয়ে খেলতে চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও চাইছে তাদেরকে দেশের জার্সি গায়ে দিয়ে খেলাতে। আর তাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শক্তি বৃদ্ধি পাবে।