পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানের রাজনৈতিক কর্মী কারিমা বালোচ দেশটির সেনাবাহিনী এবং রাষ্ট্রের কট্টর সমালোচক ছিলেন, যে কারণে এক সময় তিনি দেশত্যাগে বাধ্য হন। কানাডার টরোন্টোতে নির্বাসিত বালোচ রোববার থেকে নিখোঁজ ছিলেন। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তার মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর বিবিসি বাংলার।
পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানে জন্ম নেওয়া ৩৭ বছর বয়সী বালোচ নিখোঁজ হওয়ার পর টরোন্টো পুলিশ একটি আপিল জারি করে। পরে তার বন্ধুরা জানিয়েছেন, তার মৃতদেহ পাওয়া গেছে। ২০১৬ সালে তিনি বিবিসির তৈরি ১০০ প্রেরণাদানকারী নারীর তালিকার একজন হিসেবে নির্বাচিত হন। এক টুইটে টরোন্টো পুলিশ জানিয়েছে, সর্বশেষ রোববার শহরের কুইন্স কি ওয়েস্ট এলাকার বে স্ট্রিট এলাকায় কারিমা বালোচকে দেখা গেছে।












