কানাডায় কয়েকশ কবরের সন্ধান

| শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

কানাডার একটি আদিবাসী গোষ্ঠি জানিয়েছে, একটি সাবেক আবাসিক বিদ্যালয় এলাকায় কয়েকশ অচিহ্নিত কবর খুঁজে পেয়েছে তারা। গত মাসে দুই শতাধিক শিশুর দেহাবশেষ সন্ধান পাওয়ার রেশ কাটতে না কাটতেই এই নতুন সমাধিগুলোর সন্ধান মিলল। আদিবাসী গোষ্ঠী দ্য ফেডারেশন অব সভরেইন ইনডেজেনাস নেশনস বুধবার জানায়, সাসকাচোয়ান প্রদেশে নতুন খুঁজে পাওয়া চিহ্নবিহীন এসব সমাধি এখন পর্যন্ত কানাডার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য সংখ্যক দেহাবশেষের সন্ধান পাওয়ার ঘটনা। তবে বিবৃতিতে সুনির্দিষ্ট সংখ্যাটি জানানো হয়নি। খবর বিডিনিউজের।
আদিবাসী গোষ্ঠির পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে একটি সংবাদ সম্মেলনে তারা সাসকাচোয়ান প্রদেশে এই নিষ্ঠুর ও আঁতকে ওঠার মতো কয়েকশ অচিহ্নিত কবর আবিষ্কারের বিষয়টি জানাবে। এর আগে ২৮ মে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আদিবাসী শিশুদের একটি পরিত্যক্ত আবাসিক স্কুলে ২১৫ শিশুর গণকবর খুঁজে পাওয়া যায়। ১৮৬৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এক লাখ ৫০ হাজারেরও বেশি আদিবাসী শিশুকে তাদের পরিবারগুলো থেকে নিয়ে এসে এসব বোর্ডিং স্কুলে রাখা হয়েছিল। এই শিশুদের প্রায়ই তাদের নিজেদের ভাষায় কথা বলতে ও তাদের সংস্কৃতি চর্চা করতে দেওয়া হত না। তারা ছিল অপুষ্টির শিকার এবং তাদের শারীরিক ও যৌন নিগ্রহ সইতে হয়েছে। ২০১৫ সালে কানাডার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ওই ঘটনাকে ‘সাংস্কৃতিক গণহত্যা’ আখ্যা দিয়েছে। যারা এসব বোর্ডিং থেকে শেষ পর্যন্ত বের হয়ে আসতে পেরেছে তারা রয়টার্সকে জানিয়েছে, ক্ষুধা আর একাকিত্ব তাদের তাড়া করে ফিরত। বিদ্যালয়ে নিয়মিত ভয় দেখানো এবং বল প্রয়োগ করা হত। কানাডার কেন্দ্রীয় সরকার ওই বিদ্যালয় ব্যবস্থার জন্য ২০০৮ সালে ক্ষমা চেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাবনায় চট্টগ্রাম আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধঅ্যাপল ডেইলির শেষ সংস্করণ কিনতে হংকংবাসীদের ভিড়