কানাডার অন্টারিও প্রদেশে প্রচারিত একটি বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হয়ে দেশটির উপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, তারা এখন যা দিচ্ছে, তার উপরে আরও (শুল্ক)।
রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার ট্রাম্প সেই বিজ্ঞাপনকে ‘বিভ্রান্তিকর’ বর্ণনা করে অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন। ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ভিডিও ব্যবহার করা হয়েছে, যেখানে রিপাবলিকান আইকন রিগ্যান বলছেন, শুল্ক বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে। বিজ্ঞাপনটি নিয়ে বৃহস্পতিবার ট্রাম্প প্রতিক্রিয়া জানানোর আগেই কয়েকদিন ধরে তা প্রচারিত হচ্ছিল। খবর বিডিনিউজের।
ট্রাম্প তার সোশাল মিডিয়া ট্রুথ সোশালে শনিবার লিখেছেন, ওই বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় তিনি কানাডার ওপর শুল্ক বাড়াচ্ছেন। অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড শুক্রবার বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা শেষে অন্টারিও সরকার সোমবার থেকে যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন প্রচার স্থগিত করবে, যাতে বাণিজ্য আলোচনা আবার শুরু হতে পারে। ট্রাম্প তার পোস্টে লেখেন, ওই বিজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু এটি প্রতারণা জেনেও তারা ইচ্ছা করেই সেটি ওয়ার্ল্ড সিরিজ চলাকালে প্রচার করেছে। তাদের গুরুতর বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং শত্রুতাপূর্ণ আচরণের কারণে আমি কানাডার উপর বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।












