কানাডার প্রথম সোনার হাসি ম্যাকনেইলে

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

সাঁতার শেষ করেই টাইমিং বোর্ডে দিলেন দৃষ্টি। বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। টোকিও অলিম্পিকসে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জিতে অস্ফুটেই মার্গারেট ম্যাকনেইল বলে উঠলেন ‘ও মাই গড’। সোমবার জমজমাট লড়াইয়ে ৫৫ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ম্যাকনেইল। চলতি আসরে এই প্রথম সোনার পদকের স্বাদ পেল কানাডাও। চীনের ঝ্যাং উফেই ৫৫ দশমকি ৬৪ সেকেন্ডে পেয়েছেন রুপা।
অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন ৫৫ দশমিক ৭২ সেকেন্ডে পেয়েছেন ব্রোঞ্জ। অলিম্পিকে এই প্রথম সোনার পদক জিতলেন ম্যাকনেইল। কানাডার এই ২১ বছর বয়সী সাঁতারু ২০১৯ সালে গোয়াঞ্জুর বিশ্বচ্যাম্পিয়নশিপ্সে ১০০ মিটার বাটারফ্লাইয়ে হয়েছিলেন সেরা। এ ইভেন্টে অবশ্য বিশ্ব রেকর্ড ও অলিম্পিকের রেকর্ড অক্ষতই থাকল। ২০১৬ সালের রিও দে জেনইরো অলিম্পিকে ৫৫ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ড গড়েছিলেন সুইডেনের সারা সুস্ট্রোম।

পূর্ববর্তী নিবন্ধসোনা জিতে জাপানের ১৩ বছর বয়সীর চমক
পরবর্তী নিবন্ধইসরায়েলি প্রতিপক্ষকে ফের বয়কট মুসলিম ক্রীড়াবিদের