কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে হতাশ করল লিটন দাশের পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ শেষ করেই কানাডার গ্লোবাল টিটোয়েন্টি লিগে খেলতে গিয়েছিল বাংলাদেশ দলের সহ অধিনায়ক লিটন দাশ। প্রত্যাশা ছিল যে সময়টাতে কোন অনুশীলন নেই সে সময়টাকে কাজে লাগাতে পারবেন লিটন এই টুর্নামেন্টে খেলে। তার দল সারে জাগুয়ার্স ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। সবচাইতে বড় কথা হচ্ছে সে প্রত্যাশা নিয়ে লিটন দাশ গিয়েছিলেন টুর্নামেন্টে খেলতে সেটা পূরণ হয়নি। ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেনি। ফলে দলগত এবং ব্যক্তিগত দুই পর্যায়েই হতাশ হয়ে ফিরতে হলো লিটনকে। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে ৮ ম্যাচে খেলেছেন। ৭ ইনিংসে ব্যাট হাতে নেমে ২১.৭১ গড়ে লিটনের সংগ্রহ মাত্র ১৫২ রান। একটি মাত্র হাফ সেঞ্চুরি করতে পেরেছেন তিনি। বাকি ছয় ইনিংসের কোনোটিতে ২৫ রানও পেরোতে পারেননি লিটন দাশ। ব্রামটন উলভসের বিপক্ষে ম্যাচ জেতানো ৪৫ বলে ৫৯ রানের ইনিংস ছাড়া লিটনের বলার মতো কোনো ইনিংস নেই। একটি ম্যাচে করেছেন ২০ বলে ২১ রান।

অথচ জাতীয় দলের হয়ে এই সংস্করণে দারুণ ছন্দে থাকা অবস্থায় গ্লোবাল টিটোয়েন্টি খেলতে গিয়েছিলেন লিটন। চলতি বছর বাংলাদেশের হয়ে ৮টি বিশ ওভারের ম্যাচে ২ টি হাফ সেঞ্চুরি সহ ১৪১.৭০ স্ট্রাইক রেটে তিনি করেন ২৮২ রান। জাতীয় দলের সেই ফর্মকে বয়ে নিতে পারেননি কানাডার টুর্নামেন্টে। যদিও টুর্নামেন্টের ভেন্যু ব্রামটনের মাঠের উইকেট ও আউটফিল্ড নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রায় সব ম্যাচেই খেলা হয়েছে মন্থর ও নিচু বাউন্সের উইকেটে। ফলে ব্যাটসম্যানদের কাজ ছিল বেশ কঠিন। অবশ্য লিটনের এবারের কানাডা সফরকে ব্যর্থ মানতে চান না জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন পারিপার্শ্বিকতা বিবেচনায় লিটনের পারফরম্যান্সে তিনি অখুশী নন। তিনি বলেন আমার মনে হয়েছে, লিটন ভালো খেলেছে। উইকেট মন্থর ছিল। সে সাথে বেশ চ্যালেঞ্জিংও ছিল। হয়তো নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি সে। তবে এরকম উইকেট ও কন্ডিশন বিবেচনায় সে ভালো পারফর্ম করেছে। এই টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে জাতীয় দলের জন্য লিটনকে নিয়ে দুর্ভাবনার জায়গা দেখেন না হাবিবুল। সামনের এশিয়া কাপ, বিশ্বকাপে এই ব্যাটসম্যানের কাছে বড় প্রত্যাশাই রাখছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমেসি ম্যাজিকে হারতে ভুলে গেছে ইন্টার মায়ামি
পরবর্তী নিবন্ধসেপাক টাকরো দলকে ট্র্যাকশ্যুট প্রদান