বাংলাদেশ ও কানাডার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অভিবাসী সমাজের চ্যালেঞ্জ, নারীর ক্ষমতায়ন, তরুণদের নেতৃত্ব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও কানাডার স্কারবরো সেন্টারের সংসদ সদস্য সালমা জাহিদের মধ্য ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ সময় তারা নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বে বাংলাদেশ এবং কানাডার অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে আরো গভীর আলোচনা ও সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশ–কানাডা সম্পর্ক ও অভিবাসী কমিউনিটির উন্নয়নে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়ে পরবর্তীতে বিস্তারিত বৈঠক করবেন বলে একমত হন।
গতকাল সোমবার কানাডার টরন্টোর বিখ্যাত ‘টেস্ট অব লরেন্স’ উৎসবে ড. শাহাদাত হোসেন ও সালমা জাহিদের এ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। উৎসবের প্রাণকেন্দ্রে এমপি সালমা জাহিদের বুথে অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশ–কানাডার বন্ধুত্ব ও অভিবাসী কমিউনিটির অগ্রগতির নানা দিক নিয়ে আলোচনা হয়। ‘টেস্ট অব লরেন্স’ টরন্টোর স্কারবরো অঞ্চলের সবচেয়ে বড় স্ট্রিট ফেস্টিভ্যাল, যেখানে শতাধিক স্টল, আন্তর্জাতিক খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও পরিবারবান্ধব নানা আয়োজন থাকে। এই উৎসব অভিবাসী ও বহুসাংস্কৃতিক কমিউনিটির মিলনমেলা হিসেবে পরিচিত।
ডা. শাহাদাত হোসেন কানাডা থেকে আজাদীকে বলেন, বাংলাদেশ–কানাডা সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস–চেয়ারম্যান হিসেবে সালমা জাহিদ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারে সক্রিয় ভূমিকা রাখছেন। এই গ্রুপের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির স্বার্থ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে তিনি নিয়মিত কাজ করছেন। তার সঙ্গে বাংলাদেশ ও কানাডার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নারীর ক্ষমতায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরো বিশদ আলোচনা হবে।
উল্লেখ্য, সালমা জাহিদ ২০১৫ সাল থেকে কানাডার হাউস অব কমন্সে স্কারবরো সেন্টার আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। কানাডায় অভিবাসনের পর তিনি সরকারি ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারী ও অভিবাসী অধিকার, শিক্ষা এবং কমিউনিটি উন্নয়নে তার অবদান বিশেষভাবে প্রশংসিত।