কানাডার উদ্দেশে বিমানবন্দরে মুরাদ হাসান

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ১১:৩৯ অপরাহ্ণ

কানাডার উদ্দেশে দেশ ছাড়তে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন তিনি।

বর্তমানে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন।

জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের রাত ১১টা ২০ মিনিটের ফ্লাইটে ওঠার কথা রয়েছে তার। তার গন্তব্য কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো। তিনি রাত ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছান বলেও সূত্র নিশ্চিত করেছে।

অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান। গতকাল বুধবার তিনি টিকেট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে।

গত সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ডা. মুরাদ হাসানের নারী বিদ্বেষী বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

এরপর ওই দিন রাতেই প্রধানমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

পরদিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালেই পদত্যাগপত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠান মুরাদ হাসান। পরে মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছে দেন একজন কর্মকর্তা। সেই পদত্যাগপত্রের সারসংক্ষেপ তৈরি করে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে প্রতিমন্ত্রী পদে মুরাদ হাসানের অব্যাহতির বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

এর আগে মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ইয়াবাসহ ২ যুবক আটক
পরবর্তী নিবন্ধডাকাতি করতে ঢুকে ধর্ষণ ৫ জনের ‘ডাবল’ যাবজ্জীবন