কানাডায় ৮ শতাধিক ফ্লাইট বাতিল

| মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১১:৩০ পূর্বাহ্ণ

কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা ওয়েস্টজেট তাদের আট শতাধিক ফ্লাইট বাতিল করেছে। হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আল জাজিরার খবর, মজুরি বৃদ্ধি নিয়ে দ্বন্দ্বে ছয় শতাধিক কর্মী ধর্মঘটে যাওয়ার পর ওয়েস্টজেট হঠাৎ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানায়। এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে ফ্লাইটগুলোর হাজারো যাত্রী। খবর বাংলানিউজের।

সপ্তাহান্তে তারা বড় ছুটি কাটাতে চাইছিলেন। কিন্তু ওয়েস্টজেটের বাধ্য হয়ে নেওয়া সিদ্ধান্তের কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। খবরে আরও বলা হয়, বেতন ও শ্রমিকদের কাজের অবস্থার বিষয়ে ক্যালগারিভিত্তিক এ এয়ারলাইন এবং এয়ারপ্লেন মেকানিক্স ফ্রাটারনাল অ্যাসোসিয়েশন (এএমএফএ) চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পরে প্রায় ৬৮০ জন শ্রমিক গত শুক্রবার থেকে ধর্মঘট পালন করছেন।

ওয়েস্টজেট এয়ারলাইনের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিডেরিক পেন রোববার অপ্রয়োজনীয় কর্মবিরতির জন্য ভ্রমণকারীদের কাছে ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের কর্মীদের প্রতিকূলতার উর্ধ্বে উঠে এগিয়ে যাওয়ার এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত কার্যক্রম এগিয়ে নেওয়ার কাজে আমি উৎসাহিত হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধবিতর্কে বাইডেনের বিপর্যয়ের জন্য দায়ী খারাপ প্রস্তুতি, ক্লান্তি
পরবর্তী নিবন্ধকারাগারে জায়গা নেই, কয়েক ডজন বন্দিকে মুক্তি দিল ইসরায়েল