কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

কোপা আমেরিকা কাপ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৮:৩৬ পূর্বাহ্ণ

কোপা আমেরিকা কাপে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এবারের আসরে হারিয়েছিল ব্রাজিলের মত দলকে। কিন্তু ফাইনালে যেতে পারেনি উরুগুয়ে। সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পর গতকাল তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। লুই সুয়ারেজের শেষ কোপা কাপটাকে স্মরণীয় করে রাখা হলোনা উরুগুয়ের। যদিও এই সুয়েরেজের গোলেই দলের গুরুত্বপূর্ন সময়ে সমতা ফিরিয়েছিল উরুগুয়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারে সের্হিও রোচেতের নৈপুণ্যে শেষ হাসি হাসল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রোমাঞ্চকর ম্যাচে কানাডাকে হারিয়ে তৃতীয় হলো মার্সেলো বিয়েলসার দল। গতকাল রোববার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪৩ ব্যবধানে কানাডাকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে উরুগুয়ে। এর আগে মূল ম্যাচ শেষ হয় ২২ গোলের সমতায়। প্রথমবারের মত কোপা আমেরিকা কাপে খেলতে এসে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো কানাডাকে। টাইব্রেকারে উরুগুয়ের হয়ে ফেদে ভালভের্দে, রদ্রিগো বেন্তানকুর, জর্জিয়ান দে আরাকায়েস্তা ও লুইস সুয়ারেসের শট জড়ায় জালে। তাদের পঞ্চম শটের প্রয়োজন হয়নি। কানাডার ইসমায়েল কোনের দুর্বল শট ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক রোচেত। পরে আলফুঁস ডেভিসের শট ফিরে ক্রসবারে লেগে। চলতি কোপা আমেরিকায় এ নিয়ে দুবার টাইব্রেকারে জিতল উরুগুয়ে। এর আগে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টারফাইনালে গোলশূন্য ড্রয়ের পেনাল্টি শুটআউটে ৪২ গোলে জিতেছিল তারা। নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অষ্টম মিনিটে উরুগুয়েকে এগিয়ে নিয়েছিলেন বেন্তানকুর। কর্নার থেকে বল পেয়ে জাল খুঁজে নিয়েছিলেন এই মিডফিল্ডার। ১৪ মিনিট পর দর্শনীয় বাইসাইকেল কিকে গোল করে কানাডাকে সমতায় ফেরান কোনে। প্রথমার্ধে আর গোল হয়নি। খেলার ৮০ মিনিটে আবার সে কোনের তীব্র গতির শট কোনো মতে ফেরান উরুগুয়ে গোল রক্ষক রোচেত। কিন্তু ফিরতি বল জালে পাঠিয়ে কানাডাকে এগিয়ে নেন জোনাথান ডেভিড। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রথম আসরে তৃতীয় হওয়ার পথে যখন এগিয়ে যাচ্ছিল কানাডা তখনই খেলায় সমতা ফেরায় লুই সুয়ারেস। উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেসের নৈপুণ্যে তৃতীয় হওয়া সম্ভব হয়নি কানাডার। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হোসে মারিয়ে হিমেনেসের চমৎকার ক্রসে দারুন এক প্লেসিং শটে জাল খুঁজে নেন সুয়ারেস। দেশের হয়ে অভিজ্ঞ এই স্ট্রাইকারের এটি ৬৯তম গোল। এরপর আর কোন দল গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজেদের ব্যর্থতা আর উরুগুয়ে গোল রক্ষক রোচেতের নৈপুন্যের কাছে পেরে ওঠেনি কানাডা। চতুর্থ স্থান নিয়ে বিদায় নিতে হয়েছে কানাডাকে।

পূর্ববর্তী নিবন্ধঅবসর নিয়ে ভাবছেন না মেসি
পরবর্তী নিবন্ধনব যাত্রায় মোহামেডান ব্লুজ