কানাইমাদারী কাদেরীয়া মাদ্রাসায় তাজেদারে মদিনা কনফারেন্স

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর তাজেদারে মদিনা কনফারেন্স মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ইসলাম ধর্মের শিক্ষা, রাসূলের (.) আদর্শ অনুসরণ এবং নৈতিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী আলহাজ মুহাম্মদ দিদারুল রশিদ। উদ্বোধক ছিলেন সমাজসেবক মুহাম্মদ ফেরদৌস আলম। মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য অধ্যক্ষ মুহাম্মদ মোরশেদুল হক আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আবুল বশর শিকদার, মুহাম্মদ আলী আক্কাস মানিক, মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুহাম্মদ শাহেদ। বক্তারা বলেন, নবী করিমের (.)জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমরা পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সমপ্রীতির সমাজ গড়ে তুলতে পারি। বক্তারা তরুণ প্রজন্মকে নবীর অদর্শ অনুসরণ করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন মুহাম্মদ মিজানুল হক, মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, মাস্টার মোহাম্মদ সুলাইমান, মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মুহাম্মদ রুহুল আমিন মজিদী, হানিফা বেগম, মতিউর রহমান, শারমিন সুলতানা, কাজী মুহাম্মদ আবদুর রহিম, রুনা আকতার, হাফেজ মুহাম্মদ সেকান্দর, রশিদ আহমদ, মুহাম্মদ মহিউদ্দীন প্রমুখ। সহ স’ানীয় আলেমওলামা, শিক্ষার্থী, অভিভাবকসহ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার মীর হেলালের পক্ষে শারদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধজেলা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন, ৮ দাবি