কানাইমাদারীতে সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয়ের ভিত্তিস্থাপন

ব্যয় ৪ কোটি ৭৪ লাখ টাকা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ১০:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশের বরকল ইউনিয়নের কানাইমাদারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবন। সম্প্রতি ভবনের ভিত্তিস্থাপন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ ছাদেক।
বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন সরকার, উপজেলা আ. লীগের সদস্য ফেরদৌস খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, এএসএম মুসা তসলিম, মুরিদুল আলম মুরাদ, নবাব আলী, সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, আবদুর রহিম চৌধুরী, সেলিম চৌধুরী, আবদুল আলীম, শেখ মহিউদ্দিন চৌধুরী, শিক্ষক মিন্টু কুমার দাশ, মাও. আজিজুল্লাহ, আনছারুল হক, মফিজুর রহমান মুন্না, নিবু বড়ুয়া, আবু জাফর মেম্বার, মীর মোহাম্মদ ফারুক হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, মিজানুর রহমান, আনিসুল হক মিঠু, ইরফান সাদেক শুভ, সাখাওয়াত হোসেন করিম, মোস্তাফিজুর রহমান, রবিউল হোসেন, জাহিদুল ওসমান নেচার, মাস্টার আমির হোসেন, সুলতানা রাজিয়া বেগম, লুৎফুন্নাহার বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
পরবর্তী নিবন্ধমহাকবি নবীনচন্দ্র সেন স্মরণে সাহিত্য সন্ধ্যা