চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী নির্বাচিত হওয়ায় তাঁকে গণসংবর্ধনা দিয়েছেন তার জন্মস্থান কানাইমাদারী গ্রামবাসী।
গত সোমবার বিকালে কানাইমাদারী ড. কর্নেল (অব.) অলি আহাম্মদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের মাঠে কানাইমাদারীর সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা সভা মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য্য ড. মোহাম্মদ আলী আজাদী। সংবর্ধিত অতিথি ছিলেন এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইদ্রিস মিয়া। বাবু মিন্টু দাশ ও রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রফিক আহাম্মদ চৌধুরী, মুফতি হারুনুর রশিদ আশরাফী, মাহফুজুল ইসলাম, রেয়াজ আহাম্মদ, মোহাম্মদ আবু আব্বাস, আরিফুর রহমান, ফরহাদ হোসেন, মোহাম্মদ বাহাদুর, আবু জাফর, আয়শা খানম প্রমুখ। সভায় সংবর্ধিত অতিথিকে এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা ও গ্রামবাসীর পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।