দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান কানসাই নেরোল্যাক-এর সাথে আগামী দুই বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন খ্যাতিমান সঙ্গীত ও অভিনয়শিল্পী তাহসান খান। এই দুই বছরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড-এর সকল ক্যাটাগরির পণ্যের জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক কাজে থাকবেন তিনি। গত ২৭ জুন রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে উপস্থিত ছিলেন কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিশাল মোথরেজা। প্রেস বিজ্ঞপ্তি।