ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা জমিতে বানানো ফ্ল্যাট ‘ক্ষমতার অপব্যবহার’ করে ‘নিজেদের জন্য’ বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৩ জন সাবেক সচিবের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ মামলা অনুমোদনের তথ্য দেন। খবর বিডিনিউজের।
রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে নির্মাণ করা এসব ফ্ল্যাটের বিষয়ে দুদক ‘এনফোর্সমেন্ট’ অভিযান চালিয়ে ও অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলেছে। সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অনুসন্ধান দলের প্রতিবেদন অনুমোদন করে সমপ্রতি কমিশন যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের নামে মামলা করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। ওবায়দুল কাদের ছাড়াও যাদেরকে এ মামলায় আসামি করা হতে পারেন তারা হলেন–সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দীন, সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস, সাবেক ভূমি সচিব মো. আবদুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাফর আহমেদ খান, সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক আইন সচিব মোহাম্মদ শহিদুল হক, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য (সচিব) জুয়েনা আজিজ, সাবেক রেল সচিব মো. মোফাজ্জল হোসেন, ইআরডির সাবেক সচিব কাজী শফিকুল আজম, সাবেক প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান ও আইআরডির সাবেক সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
দুদকের এক কর্মকর্তা বলেন, কমিশনের অনুমোদনের পর তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ এনে মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে।












