কাদেরের খোঁজ নিতে সম্বন্ধীকে আটক করে জিজ্ঞাসাবাদ

পরে পরিবারের জিম্মায় ছাড়

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) নুরুল হুদা বাবুকে (৭০) আটক করে ১৬ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। তার কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য না পাওয়া এবং তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয় বলে জানিয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে নগরীর আগ্রাবাদ এঙেস রোডস্থ এআর টাওয়ারের ৪/এ নম্বরের ফ্ল্যাট থেকে নুরুল হুদা বাবুকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। একটি মামলার আসামির নামের সাথে মিল থাকায় এবং সর্বোপরি ওবায়দুল কাদেরের ব্যাপারে খোঁজখবর নেয়ার জন্যই তাকে আটক করা হয়। কিন্তু পরে দেখা যায়, ডবলমুরিং থানায় নুরুল হুদা নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে। তবে ওই এজাহারে উক্ত আসামির ঠিকানা ও বাবার নাম নেই। যাচাইবাছাই করে দেখা গেছে আটক নুরুল হুদা বাবু উক্ত মামলার আসামি নন। তাছাড়া ওবায়দুল কাদেরের ব্যাপারেও উল্লেখযোগ্য কোনো তথ্য তার কাছ থেকে পাওয়া যায়নি। তিনি পুলিশকে জানিয়েছেন, ৫ আগস্টের পর ওবায়দুল কাদেরের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। ১৬ ঘণ্টা নানাভাবে জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধান শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয় বলেও পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মোহাম্মদ তারেক আজিজ গতরাতে দৈনিক আজাদীকে বলেন, ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে শনিবার রাতে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে কোনো তথ্য না থাকায় রোববার বিকেলে পরিবারের জিম্মায় ছেড়ে তাকে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের আগের রাতে বিষ পান, তরুণীর মৃত্যু
পরবর্তী নিবন্ধশেখ বশির বাণিজ্যে ও ফারুকী সংস্কৃতিতে, অন্যদের দপ্তরেও বড় রদবদল