কাদেরীয়া চিশতীয়া পরিষদের ৩৬তম সুন্নি সম্মেলন

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা🙂 উপলক্ষে আজিমুশশ্‌ান ৩৬তম সুন্নি সম্মেলন আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাঁ ময়দানে গতকাল অনুষ্ঠিত হয়। কাদেরীয়া চিশতীয়া পরিষদের সভাপতি এস এম রাকিব উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আজম উদ্দিন। উদ্বোধক ছিলেন ডা. মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন আল্লামা আবুল কাশেম নূরী (মজিয়া)। বিশেষ বক্তা ছিলেন আল্লামা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর, মাওলানা মুহাম্মদ সিরাজুল মোস্তফা নূরী, মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন আল কাদেরী। সম্মেলনে বক্তারা বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘের মাধ্যমে বৈশ্বিক উদ্যোগ নিতে হবে। ইসরাইলের বিরুদ্ধে দেশে দেশে প্রতিবাদপ্রতিরোধের বলয় গড়ে তুলতে হবে।

মাওলানা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় সুন্নি সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান, সৈয়দ মুহাম্মদ ফখরুল ইসলাম নিজাম, এস এম মাহবুব আলী সাজু, মুহাম্মদ ইয়াকুব মিয়া, সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, অ্যাডভোকেট মুহাম্মদ আলী আজম শাহ সুমন, মুহাম্মদ আলী, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ শাহজাহান সিরাজ, মুহাম্মদ মহসিন আলী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ সোয়েব চৌধুরী সুমন, অধ্যাপক মুহাম্মদ নাছির উল্লাহ, মুহাম্মদ ইদ্রিস সেয়ান, আবু আহমদ সেয়ান, মুহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেনজীর আহমেদের নামে ইন্টারপোলের রেড নোটিস
পরবর্তী নিবন্ধউখিয়ায় মিনি ট্রাকের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত