উত্তর বটতলী কাদেরিয়া শাহ্ আমিনিয়া সুন্নিয়া দাখিল মডেল মাদ্রাসায় ইফতার মাহফিল শুক্রবার কাজী সাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে মাওলানা আব্দুল্লাহ আল নিশানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য দেন, মাওলানা হাফেজ ক্বারী শিব্বির আহমদ উসমানি, শাহজাদা সৈয়দ মোহাম্মদ আখতার হোসাইন, নাজমুল হাসান, সৈয়দ শফিউল আলম, মাওলানা কাজী সুফিউর রহমান হাশেমী, ইঞ্জিনিয়ার মুসা, হাজী আবুল হায়াত, মাওলানা হাফেজ জিয়াউল মুস্তাফা হোসানী, মাওলানা নজরুল, মাওলানা আব্দুল্লাহ আল্ মারূফ, মোহাম্মদ ইমরান, দিদারুল আলম, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ বাবুল হোসেইন, মাস্টার ওসমান, মাওলানা কাজী নোমান, মুহাম্মদ রবিউল, হাফেজ নজরুল ইসলাম প্রমুখ। আল্লামা সাদেকুর রহমান হাশেমী ও মাওলা আলীর শিক্ষা আমাদেরকে অনুসরণ করা একান্ত কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।











