কাদেরসহ ১০ জনের নামে রেড নোটিস জারি করতে প্রধান কৌঁসুলির চিঠি

| শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০ জনকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি এম তাজুল ইসলাম এই চিঠি পাঠান। খবর বিডিনিউজের।

ওবায়দুল কাদের ছাড়াও এই তালিকায় রয়েছেনসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী মামলার পলাতক এসব আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আমরা কোর্টের আদেশ ও আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন অনুযায়ী, প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক প্রশ্নের উত্তরে প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে আপাতত কোনো তথ্য নাই।

পূর্ববর্তী নিবন্ধভর মৌসুমে বন্ধ হচ্ছে গলদা চিংড়ি শিকার
পরবর্তী নিবন্ধবোয়ালখালী ও হাটহাজারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু