বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহিন পাহাড়ে কাদায় আটকে পড়া বন্য হাতিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে কাদামাটিতে হাতি আটকে পড়ার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় বৃহস্পতিবার বিকেলে হাতিটিকে কাদামাটি থেকে উদ্ধার করে পানি ছিটিয়ে গায়ের কাদা পরিষ্কার করে। গতকাল শুক্রবার চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইন ঘটনাস্থলে এসে হাতিটিকে চিকিৎসা সেবা দেয়। তবে দুর্বল ও অসুস্থ হয়ে পড়াতে হাতিটি স্থান ত্যাগ করতে পারেনি।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও চাম্বল বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ শুক্রবার সন্ধ্যায় জানান, হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। পুষ্টিহীনতার কারণে হাতিটি বুধবার কাদায় আটকে যায়। গ্রামবাসীর সহায়তায় হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হলেও সেটি এখনও ভিতর বনে ফিরে যেতে পারেনি। তিনি জানান, কিছুদিন আগে চাম্বল পাহাড় থেকে পড়ে হাড় ভেঙে আরেকটি হাতির মৃত্যু হয়।