কাথরিয়া বাজারে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি মিছিল

মুহূর্তে দোকানপাট বন্ধ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের কাথরিয়া বাজারে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে পাল্টাপাল্টি মিছিল করেছে। গতকাল বুধবার বিকালে দু’দলের মিছিল চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে দেন। এদিকে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিলের নেতৃত্বে কাথরিয়া বাজারে বিএনপি নেতাকর্মীরা আবার মিছিল বের করেন।

জামায়াতের এক সমর্থক অভিযোগ করেন তাদের এক কর্মীকে মারধর করে বিএনপি কর্মীরা। অপরদিকে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ জামায়াতের নেতাকর্মীরা বিএনপির মোরশেদ নামে এক নেতার ওপর হামলা করে ও এক মহিলাকে ধাক্কা দেয়। সে ঘটনায় বিকালে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা মিছিল করে। এদিকে ঘটনার ব্যাপারে কাথরিয়ার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাহাজাহান চৌধুরী এবং আলোচিত বিএনপি নেতা ও গন্ডামারার চেয়ারম্যান মো. লেয়াকত আলী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাথারিয়াসহ বাঁশখালীর মজলুম কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

অন্যদিকে দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হকও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশখালীর পরিবেশ ভাল রাখার জন্য যেকোনো ঘটনায় নেতৃবৃন্দকে বসে সমস্যা সমাধান করার অনুরোধ জানান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বিএনপিজামায়াত সমর্থিত দু’দলের সদস্যদের মাঝে কথাকাটাকাটি ও তুচ্ছ বিষয় নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দু’দলই পাল্টাপাল্টি মিছিল করে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ হয়নি। তিনি সবাইকে শান্ত থাকতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা কিংবা কোনো অভিযোগ কেউ করেনি বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধঅপির পর মারা গেলেন বন্ধু তানিমও, গ্রেপ্তার ১