কাথরিয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ সদস্যের অভিযোগ ডিসি অফিসে শুনানি

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইবনে আমিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম জেলা প্রশাসক, র‌্যাব ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেছেন পরিষদের ৬ জন সদস্য। এ অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে গতকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্যরা অভিযোগ করেন, “কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইবনে আমিন নিজ বাড়িতে অফিস করেন। সেখানে সকল সদস্য গিয়ে কাজ করতে অপরাগতা জানান। এর প্রেক্ষিতে গত ৩১ অক্টোবর চেয়ারম্যান নিজের ব্যক্তিগত অফিসে ইউপি সদস্যদের বলেন- ‘আমি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আমার সম্পর্ক অনেক উপরে, যেভাবে চালাচ্ছি সেভাবে চলবে। ভাল না লাগলে সদস্যপদ ত্যাগ করে চলে যান।
আমি যেখানে বসি সেটিই ইউনিয়ন পরিষদের অফিস। আমাকে শিখাতে এসো না।”
বিষয়টি নিয়ে গত ৮ নভেম্বর পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. আনোরুল আজিম, ৩নং ওয়ার্ডের সদস্য আবু তালেব, ৪নং ওয়ার্ডের সদস্য রফিক আহমদ, ৭নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির চৌধুরী, ৮নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ আহম্মদ, ৯নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক বদিউল আলমের দপ্তরে গতকাল সোমবার এ বিষয়ে শুনানি হয়। এসময় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বক্তব্য শুনে আরো বিষদ তদন্ত করা হবে জানানো হয়। ইউপি সদস্যরা জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়, র‌্যাব কার্যালয়ে একই অভিযোগ প্রদান করেন বলে জানান।
এ ব্যাপারে কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, ২/৩ জন সদস্য যেখানে পরিষদের অফিস করার জন্য অভিযোগ করেছে, সেখানে আমার আগের কোনো চেয়ারম্যান কখনও অফিস করেনি। অফিস করার জন্য উপযুক্ত পরিবেশ থাকলে আমি অবশ্যই অফিস করব বলে ডিসি অফিসে শুনানিতে জানিয়েছি।
এদিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিলকৃত অভিযোগের শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান।

পূর্ববর্তী নিবন্ধহত্যা মামলায় বান্দরবানে ৩ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধনির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানি, রাস্তা-ফুটপাত দখল