কাতালগঞ্জে দোকান মালিক সমিতির মতবিনিময় সভা

| বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জে মিল্টন কনভেনশন হলে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম মহানগর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি সালামত আলী, সেক্রেটারি মো. ইউসুফ, সহ-সভাপতি আফসার জসিম, সাজ্জাদ উদ্দিন, নুর মোহাম্মদ মডু, সেলিম নুর, নূর উদ্দিন, মোহাম্মদ ইমতিয়াজ, হুমায়ুন কবির মিতু প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে একের পর বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে মেলা। এভাবে চলতে থাকলে অচিরই ব্যবসায়ীগণ ঋণের ভারে দেউলিয়া হয়ে পড়বে।

শুধু তাই নয়, নগরীর রাস্তা-ঘাট, ফুটপাতে, ভ্যানগাড়ীতে হকাররা নিন্মমানের মালামাল বিক্রি করছে। এতে গ্রাহকরা নিয়মিত প্রতারিত হচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে নিবেদিত হতে হবে
পরবর্তী নিবন্ধচুয়েটের ১২৮তম সিন্ডিকেট সভা