নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে কাতার ম্যাচের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বললেন বাংলাদেশ কোচ জেমি ডে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শুক্রবার বিকেল পাঁচটায় নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটি খেলবে বাংলাদেশ। প্রীতি ম্যাচের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে কোচ জেমি ডে বলেন, ‘কাতার ম্যাচের জন্য আমাদেরকে ২৩ বা ২৫ জন খেলোয়াড় প্রস্তুত করতে হবে। এখন আমরা দুটি ম্যাচ খেলব এবং কিছু খেলোয়াড় খেলার সময় পাবে। কাতারের বিপক্ষে ম্যাচের আগে আমাদের আরও দুটি ম্যাচ দরকার। তাহলে গুছিয়ে নেওয়ার জন্য চারটি ম্যাচ হবে।’ ‘আমরা সবাই জিততে চাই, কিন্তু আমার মনোযোগ শুধু জয়ের দিকে (নেপালের বিপক্ষে) নয়। খুশি হব যদি আমরা চারটি ম্যাচ খেলতে পারি এবং কাতারের বিপক্ষে চমৎকার একটা ম্যাচ খেলতে পারি। সামনের ছয় সপ্তাহে এ দিকেই আমাদের দৃষ্টি।’ নেপালের বিপক্ষে ম্যাচের ফরমেশনেও কাতার ম্যাচের ভাবনা থাকছে বলে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডে। বলেছেন প্রীতি ম্যাচের প্রতিপক্ষকে সমীহ করার কথাও। ‘নেপাল ম্যাচে আমরা আক্রমণাত্মক ছক সাজাব না। কেননা আমাদের কাতার ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে আমরা ৪-৪-২ বা ৪-৩-৩ ফরমেশনে খেলতে পারি। কৌশল সাজাব কাতার ম্যাচের প্রস্তুতি সামনে রেখে। আমরা জিততে চাই, কিন্তু এটা নিয়ে চিন্তিত নই।’ ‘অবশ্যই নেপাল খুবই ভালো দল। তাদের কিছু খুবই ভালো এবং আক্রমণাত্মক খেলোয়াড় আছে। তাদেরকে হারানো কঠিন হবে। কিন্তু আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ফিটনেসের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এই সময়ের মধ্যে। খেলা, জয় পাওয়া এবং ফুটবলকে লম্বা সময় পর মাঠে ফেরানোর জন্যও আমরা মুখিয়ে আছি।’ বাংলাদেশ- নেপাল ম্যাচটি বাংলাদেশ টেলিভিশন ছাড়াও দেখা যাবে টি-স্পোর্টসে।