করোনাভাইরাসমুক্ত ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে আয়োজক কাতার। লক্ষ্য বাস্তবায়নে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে তারা। প্রাণঘাতী এই ভাইরাসের টিকা গ্রহণকারীরাই কেবল গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি পাবে বলে জানানো হয়েছে। বিষয়টি মাথায় রেখে বিশ্বকাপ শুরুর আগেই ১০ লাখ ডোজ টিকা মজুদের পরিকল্পনা করছে দেশটি। কাতারে ২০২২ সালের নভেম্বরে শুরু হবে চার সপ্তাহব্যাপী এই টুর্নামেন্ট। গত ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, বিশ্বকাপে দেখা যেতে পারে দর্শকপূর্ণ গ্যালারি। কাতারের প্রধানমন্ত্রী শেষ খালিদ বিন খলিফা বিন আব্দুলআজিজ আল থানি বলেছেন,বিশ্বকাপ শুরুর আগেই হয়তো অনেক দেশ তাদের নাগরিকদের টিকার আওতায় আনতে পারবে। এরপরও আগত দর্শকদের কথা মাথায় রেখে টিকার ডোজ মজুদের বিষয়টি জানান তিনি। ‘১০ লাখ ডোজ কোভিড-১৯ টিকার জন্য একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আলোচনা করছি। কাতার সফর করা কিছু মানুষের সুরক্ষার জন্য এটা লাগবে।’ তবে কীভাবে তাদেরকে টিকা দেওয়া হবে, সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি। অধিকাংশ করোনাভাইরাসের টিকার দুটি ডোজ দেওয়া হয় কয়েক সপ্তাহের ব্যবধানে। কাতার তাদের নাগরিকদের দিচ্ছে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা। রয়টার্স কোভিড-১৯ ট্র্যাকারের তথ্যমতে বলা হয়েছে, দেশটি ২৮ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে যা তাদের ৫০.৮ শতাংশ নাগরিকদের টিকার আওতায় আনতে পারে। চলতি বছরের ডিসেম্বরে কাতারের দোহায় হবে ২০২১ আরব কাপ।